হাওড়া: পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (West Bengal Panchayat Elections 2023) ডিউটিতে (election-related duties) সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের (state-run medical facilities) ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাওড়া জেলা প্রশাসনের (Howarh district administration) তরফে। তারপরই এই বিষয় নিয়ে বিতর্ক (Controversy) তৈরি হয়েছে। কীভাবে চিকিৎসকদের (doctors) এই ধরনের কাজে ব্যবহার হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে চিকিৎসক সংগঠনের নেতারা।
এপ্রসঙ্গে চিকিৎসক সংগঠনের (Doctors Association) তরফে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে প্রশ্ন তোলা হয়, কীভাবে জেলা প্রশাসন চিকিৎসদের প্রিসাইডিং (presiding officers) বা পোলিং অফিসার (polling officers) হিসেবে নির্বাচনের ডিউটিতে কাজ যোগ দেওয়ার নির্দেশ দিতে পারে। এটা খুবই অপ্রত্যাশিত ও নজিরবিহীন (unprecedented)। আরও পড়ুন: Anirban Ganguly Attack TMC: পশ্চিমবঙ্গে হিংসা নিয়ে শাসকদল তৃণমূলকে তোপ, ভিডিয়োতে শুনুন বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলির বক্তব্য
A row erupted in #WestBengal over the Howarh district administration's decision to assign election-related duties to the doctors associated with the state-run medical facilities in the upcoming panchayat polls.
The Association sought to know "how the district administration… pic.twitter.com/e1n1hH5p0x
— IANS (@ians_india) June 18, 2023