চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই। আর সেই কারণেই শুক্রবারই আরজি কর (RG Kar Medical College and Hospital) মামলায় জামিন পেলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। গতকাল এই খবর প্রকাশ্যে আসার পরেই সরব হয়েছে রাজনৈতিক মহল। একই সঙ্গে প্রতিবাদ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার সকাল থেকেই এই নিয়ে রাজপথে প্রতিবাদে নেমেছে একাধিক রাজনৈতিক সংগঠন। একদিকে সিজিও কমপ্লেক্সে অভিযান চালায় এসইউসিআই। অন্যদিকে কলেজ স্ট্রিটে বিক্ষোভ সমাবেশ করে এসএফআই। আবার নিজাম প্যালেসেও বিক্ষোভ দেখায় কংগ্রেস।
আর কংগ্রেসের এই নিজাম প্যালেস অভিযানেই ঘটে ধুন্ধুমার কাণ্ড। কংগ্রেসের কর্মসূচির কারণে আগে থেকেই নিজাম প্যালেস চত্বর ঘিরে রেখেছিল পুলিশ। কড়া নজরদারি আগে থেকেই ছিল। এরপর কর্মী সমর্থকরা যখন ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সঙ্গে বাধে বচসা। আর সেই বচসা থেকেই হয় ধস্তাধস্তি। তারপর নিজাম প্যালেসের সামনে বসে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা।