পরিবর্তনের কথা এখন নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) মুখে। ১৪ বছর আগে ‘বদলা নয় বদল চাই’, এই স্লোগানকে হাতিয়ার করেই বাম সরকারকে উৎখাত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পালাবদলের পর গঙ্গা দিয়ে বয়েছে অনেক জল। সময় পরিবর্তন হয়েছে। এখন রাজ্য সরকারের বিরুদ্ধে ভূড়ি ভূড়ি দুর্নীতি, ধর্ষণ সহ একাধিক অভিযোগে জর্জরিত। সেই সঙ্গে বিরোধীদের আওয়াজ আরও জোড়ালো হচ্ছে। ২৬-এর নির্বাচন আসতে এখনও কয়েকমাস দেরি। তবে বিহারের নির্বাচনের থেকেও এই রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে আলাদা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবার তৃণমূলকে মূলশুদ্ধু উপড়ে ফেলতে মরিয়া বিজেপি, কংগ্রেস সহ বাকি রাজনৈতিক দলগুলি।

পরিবর্তনের সুর প্রধানমন্ত্রী মোদীর গলায়

শুক্রবার দুর্গাপুরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেহেরু ময়দানে রাজনৈতিক সভায় যোগ দিয়েই তিনি বলেন, তৃণমূল যাবে, তবেই আসল পরিবর্তন আসবে। তাঁর এই স্লোগান ফিরিয়ে নিয়ে গেল ১৪ বছর আগে নন্দীগ্রাম আন্দোলনের পরবর্তী বিধানসভা নির্বাচনের প্রচারে। যেখানে তৎকালীন বিরোধী দলনেত্রী বলেছিলেন ‘বদলা নয়, বদল চাই’। তারপরে ঠিকই বাংলায় রাজনৈতিক পরিবর্তন হয়েছিল। তাহলে কী এবার ২৬-এর নির্বাচনের আগে সেই স্মৃতি মনে করিয়ে নিয়ে নির্বাচনে জিততে চাইছে বিজেপি শিবির?

বাংলার প্রতি বিশেষ নজর প্রধানমন্ত্রীর

শুক্রবার দুর্গাপুরে এসে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট সাতটি প্রকল্পের জন্য ব্যয় করা হবে ৫ হাজার ৪০০ কোটি টাকা। দেড়মাস আগে আলিপুরদুয়ারে এসেও একাধিক প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। অন্যবারের তুলনায় এবারে বাংলার প্রতি বিশেষ নজর তাঁর। ঢালাও প্রকল্পের ঘোষণা, এবং ঘনঘন বাংলা সফর করে রাজ্যবাসীর মন জিতে নিতে তিনি পারবেন কিনা, এখন সেটাই দেখার।