লোকসভা ভোটের মুখে বাংলায় ১০০ দিনের কাজের বকেয়া টাকা ( West Bengal MGNREGS Payment) নিয়ে নড়েচড়ে বসলেন কংগ্রসে নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ভারত ন্যায় যাত্রা-র মাঝে রাহুল গান্ধী বাংলায় ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-কে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বাংলার শ্রমিক-মজুরদের বকেয়া টাকা দ্রুত দেওয়ার আবেদন করেছেন রাহুল।
MRNERGS-বা নারেগা কর্মীদের টাকা আটকে রেখে গরীব, তফসিলি বা এসসি এসটি-শ্রেণীর মানুষদের ওপর অন্য়ায় করছে মোদী সরকার। দ্রুত এই টাকা দিতে হবে কেন্দ্রকে। চিঠিতে এমন দাবি করেন কংগ্রেস সাংসদ রাহুল।
ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্য়ায় ঘোষণা করেছেন, রাজ্যের যে ২১ লাখ মানুষের ১০০ দিনের টাকা বকেয়া রয়েছে তা মিটিয়ে দেবে রাজ্য সরকার। আগামী ২১ ফেব্রুয়ারি এই ২১ লাখ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বকেয়া মজুরি। এমন কথা জানিয়েছেন মমতা।
দেখুন প্রধানমন্ত্রী মোদীকে লেখে রাহুলের চিঠি
Rahul Gandhi writes to PM Narendra Modi, insisting his government to release the money due to the West Bengal MGNREGS workers who have being deprived of their salaries and increase work available for the poor, SC & ST households under the scheme #Bengal #BharatJodoNyayYatra pic.twitter.com/EELAWCavlK
— Roahan Mitra (@rohansmitra) February 12, 2024
১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে বাংলার কংগ্রেস নেতাদের সেভাবে সরব একেবারেই সরব হতে দেখা যায়নি। কিন্তু লোকসভা ভোটের মুখে বাংলার মানুষের মন জিততে রাহুলের এই চিঠি বলে মনে করা হচ্ছে।