প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা " Presidency University Master's Degree Entrance Test PUMDET - 2025" গ্রহণ করা হবে আগামী ২৪ আগস্ট রবিবার। ওইদিন দুপুর দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত এই পরীক্ষা গ্রহণ করা হবে এবং আগামী ৩১ আগস্ট ফল প্রকাশ করা হবে বলে West Bengal Joint Entrance Examinations Board আজ এক বিবৃতিতে জানিয়েছে।এই পরীক্ষার জন্য পরীক্ষার ফি সহ অনলাইন আবেদন গ্রহণ করা হবে আগামী ৮ আগস্ট থেকে ১১ ই আগস্ট পর্যন্ত। আগামী ১৯ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত পরীক্ষার জন্য অ্যাডমিড কার্ড ডাউন লোড করা যাবে বলে Joint Entrance Examinations Board সূত্রের খবর।
West Bengal Joint Entrance Examinations Board এর তরফে আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের ভর্তির জন্য Presidency University Master's Degree Entrance Test PUMDET - 2025" পরীক্ষার সময় সূচি প্রকাশ করা হয়েছে।#Akashvani #Airnewsalerts#দীপঙ্কর pic.twitter.com/0BbKqITKdO
— Akashvani Kolkata (@airnews_kolkata) August 4, 2025
এদিকে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা PUBMET 2025 এর রেজাল্টের তারিখ ও স্নাতকোত্তর স্তরের জন্য প্রবেশিকা পরীক্ষা PUMDET 2025 এর সময় সূচি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এর ঘোষণা এসএফআই এর আন্দোলনের জয় বলে ওই সংগঠনের তরফে দাবি করা হয়েছে। এই দুই দাবিতে এসএফআই এর প্রেসিডেন্সি ইউনিট বিশ্ববিদ্যালয়ে ৯৬ ঘণ্টা অবস্থান কর্মসুচি করে বলে সংগঠনের তরফে দাবি করা হয়েছে।