কলকাতার রাস্তায বাস(File pic)

কলকাতা, ৩ জুন: পুরনো ভাড়াতেই কাল থেকে কলকাতার (Kolkata) রাস্তায় নামবে বেসরকারি বাস (Private bus service)। যত আসন, তত যাত্রী নিয়েই বাস চলবে। ভাড়া নিয়ে রেগুলেটরি কমিটির গঠনের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। সরকারের আশ্বাসের পরেই পথে নামছে বেসরকারি বাস। বাস নামানো নিয়ে এমনই দাবি একাধিক মালিক সংগঠনের। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সরকারি বাস চালু হলেও ভাড়া বাড়ানোর প্রশ্নে বেসরকারি বাস মালিকরা পরিষেবা দিতে রাজি হননি৷ রাস্তায় বাস না পেয়ে ব্যাপক ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। ফলে রাস্তায় বাস কম থাকায় সামাজিক দূরত্বের বিধি উড়িয়েই ভিড় বাসে গাদাগাদি করে যাতায়াত করছেন বহু মানুষ৷

সাধারণ মানুষের ক্ষোভ ও পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার পরিবহণ দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করে চারটি বাস মালিক সংগঠন। দু’পক্ষের আলোচনার ভিত্তিতে বেসরকারি বাসের ভাড়া নিয়ে তৈরি হয়েছে রেগুলেটরি কমিটি। কমিটিতে থাকছেন সরকার ও বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা। এর ফলে ভাড়া নিয়ে দ্রুত সমাধান মিলবে বলে আশাবাদী বাস মালিক সংগঠনগুলি। তাই কাল থেকে বাস চালাতে রাজি হয়েছেন বাস মালিকরা৷ আরও পড়ুন: Sujit Bose: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন সুজিত বসু

এই বিষয়ে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "সরকার যেহেতু রেগুলেটরি কমিটি গঠন করে বাস ভাড়া বৃদ্ধির দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে, তাই আপাতত পুরনো ভাড়াতেই বাস চলবে। তবে অধিকাংশ বাস ২ মাসেরও বেশি সময় বসে রয়েছে, সেগুলির রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে পথে নামাতে আরও কিছুটা সময় প্রয়োজন৷ তাই পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে৷"