Pre Monsoon Rain: অবশেষে গরম শেতে মুক্তি, প্রাক বর্ষার বৃষ্টি শুরু রাজ্যে
বর্ষা (File Pic)

কলকাতা, ২ জুন,২০১৯:‌ ৪০ ছাড়িয়ে ৫০ দিকে এগোচ্ছিল তাপমাত্রা। দহনের তীব্রতায় দিনে রাতে জেরবার গোটা দেশ। বর্ষার অপেক্ষা যেন আর শেষ হচ্ছিল না। সেই অপেক্ষার আবসান ঘটল রবিবার। সকাল থেকেই শহরের আকাশের মুখ ভার। কালো মেঘ ভিঁড় করতে দেখেই যেন স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল শহরবাসী(Kolkata)। বেলা ১২টা গড়াতেই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি(Pre Monsoon Rain)। সঙ্গে ঝোড়ো হাওয়া। এক পশলাতেই স্বস্তির আরাম নেমে এলো শহরে।

দক্ষিণবঙ্গের ( South Bengal)একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। উত্তরবঙ্গে মালদায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। রবিবার ভোর রাত থেকেই সেখানে চলছে প্রবল প্রবল ঝড়বৃষ্টির জেরে ট্রেন পরিষেবাও কিছুটা ব্যাহত হয়। নদিয়াতেও সকাল থেকেই মেঘলা আকাশ। বেলা বাড়তেই ঝোড়ো হাওয়া আর তার সাথে জেলার সর্বত্র শুরু হয়েছে বৃষ্টি।

শনিবার গভীর রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুরেও।

দিল্লির হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ জুন কেরলে ঢুকছে বর্ষা (Monsoon)। ফলে তার সপ্তাহ খানেকের মধ্যেই বাংলার আকাশেও বর্ষার মেঘ দেখা যাবে বলে আশা। যদিও দেশের একটা বিরাট অংশে যে তাপপ্রবাহ (Heatwave) চলছে তা এখনই কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।