রাত পোহালেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মাত্র দেড় মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বাংলায় আসছেন তিনি। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই কারণে এবার মোদী-শাহদের নজরে বাংলা। এবারে বাংলাকে জয় করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি নেতৃত্ব। ফলে শুক্রবার দুর্গাপুরের সভা থেকে মুর্শিদাবাদ থেকে ভুয়ো ভোটার একাধিক ইস্যু নিয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ করবেন মোদী। ইতিমধ্যেই সেই আক্রমণের আভাস সামাজিক মাধ্যমে দিয়েছেন তিনি।
রাজ্যবাসীর উদ্দেশ্যে মোদীর বার্তা
নরেন্দ্র মোদী এক্স হ্যাণ্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, “তৃণমূলের দুঃশাসনে ভুগছে পশ্চিমবঙ্গ। রাজ্যবাসী বিজেপির মধ্যেই আশার আলো দেখছে। এবং রাজ্যের উন্নয়ন আগামী দিনে বিজেপিই করবে। আগামী ১৮ জুলাই দুর্গাপুরে বিজেপির সভায় রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেব”।
দেখুন পোস্ট
PM Narendra Modi tweets, "West Bengal is suffering due to TMC misrule. People are seeing the BJP with hope and are convinced that only the BJP can deliver on development. Tomorrow, 18th July, will be addressing a BJP rally in Durgapur. Do join!" pic.twitter.com/Dcxq7aACmv
— IANS (@ians_india) July 17, 2025
প্রধানমন্ত্রীর দুর্গাপুরে সভা
প্রসঙ্গত, আগামীকাল সকালে অন্ডাল বিমানবন্দরে নেমে সোজা নেহেরু ময়দানে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে একাধিক প্রকল্পের ঘোষণা, উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। জানা যাচ্ছে, কমপক্ষে ৫ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করতে পারেন তিনি। মাসদেড়েক আগে আলিপুরদুয়ারের সভা থেকেও একাধিক প্রকল্পের ঘোষণা করেছিলেন তিনি। আগামীকালে সরকারি কর্মসূচির পর দলীয় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।