চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার বঙ্গে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দেড়মাস আগে আলিপুরদুয়ারে সফরে এসে একাধিক সরকারি প্রকল্প উদ্বোধন করেছিলেন তিনি। এবারেও তার ব্যতিক্রম হল না। শুক্রবার দুর্গাপুরে এসে সাত-সাতটি প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। যার জন্য ব্যয় হবে ৫ হাজার ৪০০ কোটি টাকা। সেই সঙ্গে অসংখ্য কর্মসংস্থান হবে বলেও আশাবাদী প্রধানমন্ত্রী। তিনি এদিন সরকারী অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ভারতের মধ্যে শ্রমশক্তির বড় কেন্দ্র দুর্গাপুর। রাজ্যজুড়ে বিকাশ হচ্ছে, বহু মানুষের রোজগার নিশ্চিত হবে। ২৫-৩০ লক্ষ ঘরে পাইপলাইনে গ্যাস পৌঁছাচ্ছে।
একাধিক খাতে অর্থ বরাদ্দ
এদিনের সভা থেকে বাংলার জন্য সাত-সাতটি প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরমধ্যে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্প। ১৯৫০ কোটি টাকার এই প্রকল্প বাঁকুড়া থেকে পুরুলিয়া জেলার জন্য। এছাড়া প্রধানমন্ত্রী উরজা গঙ্গা প্রকল্পের মাধ্যমে হলদিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত কাজ হবে এই প্রকল্পে। পাশাপাশি, তাপবিদ্যুৎ কেন্দ্রে ১৪৫৭ কোটি টাকা ব্যয় করে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করা হচ্ছে। দুর্গাপুর ইস্পাত তাপবিদ্যুৎ কেন্দ্র ও দামোদর ভ্যালি কর্পোরেশনের অধিনস্ত রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে এই ব্যবস্থা তৈরি হবে। যার শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী।
রেলের জন্যও অর্থ বরাদ্দ
অন্যদিকে, পুরুলিয়া-কলকাতা রেললাইন ডাবলিং করতে ব্যয় করা হবে ৩৯০ কোটি টাকা। এর মাধ্যমে জামশেদপুর, বোকারো, ধানবাদের মধ্যে রেল সংযোগ আরও উন্নত হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি প্রকল্প উদ্বোধন করে রাজনৈতিক সভায় ইতিমধ্যেই যোগ দিয়েছেন তিনি।