রবিবার কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মণিপুর, অসম সফর সেরে এদিন সন্ধ্যায় শহরে এলেন তিনি। আগামীকাল অর্থাৎ সোমবার ফোর্ট উইলিয়মে সেনাপতি সম্মেলনে যোগ দেবেন তিনি। সঙ্গে থাকবের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ দেশের তিন সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। যদিও সরকারী অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী, তবে এদিন কলকাতা বিমানবন্দর চত্বরে ভিড় জমিয়েছিলেন বিজেপির কর্মী, সমর্থকেরা। এদিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার।
রাজভবনে রাত্রিবাস প্রধানমন্ত্রীর
এবারের সফর কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী রাত্রিবাস করবেন রাজভবনে। কলকাতা বিমানবন্দর থেকে রবিবার সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছেন। আগামীকাল সেখান থেকে বিজয় দুর্গ অর্থাৎ ফোর্ট উইলিয়মের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে সম্মিলিত কমান্ডার সম্মেলন ২০২৫ উদ্বোধন করবেন। এই সম্মেলন আগামী ৩ দিন পর্যন্ত চলবে। তিন সশস্ত্র বাহিনীর প্রযুক্তিগত আধুনিকীকরণ, সমন্বয় বৃদ্ধি এইসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
প্রধানমন্ত্রীর বঙ্গ সফর
প্রসঙ্গত, সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে একাধিক কারণে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি মাসেই কলকাতা মেট্রোর সম্প্রসারিত লাইনের উদ্বোধনে এসেছিলেন প্রধানমন্ত্রী। এর আগে দুর্গাপুর, আলিপুরদুয়ারে সফর করেছেন প্রধানমন্ত্রী মোদী।