আগামী কয়েকঘন্টার মধ্যেই আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে কলকাতা মেট্রোর তিন গুরুত্বপূর্ণ রুটের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কলকাতায় পৌঁছে উদ্বোধন করবেন শিয়ালদহ-এসপ্ল্যানেড, নোয়াপাড়-এয়ারপোর্ট (জয় হিন্দ), বেলেঘাটা-রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) মেট্রো স্টেশনগুলি। যার ফলে এই অঞ্চলের মানুষজন দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা সমাধান পেতে চলেছেন। বলা বাহুল্য, মোদী সরকারের জমানাতেই কলকাতা মেট্রোর সম্প্রসারণ গতি পেয়েছে। আর এই নিয়ে ইতিমধ্যেই বঙ্গ বিজেপি নেতৃত্ব কটাক্ষ করতে শুরু করেছে রাজ্য সরকারের। একসময় রেলমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে তিনি রেলমন্ত্রী থাকাকালীন রাজ্যের রেল পরিষেবা কতটা উন্নত হয়েছিল, সেই নিয়ে মন্তব্য করা শুরু করেছে রাজ্যের প্রধান বিরোধী দলের নেতানেত্রীরা।
মোদী সরকারের প্রশংসা করলেন সুকান্ত
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “দুর্গাপুজোর আগে রাজ্যবাসীকে কলকাতা মেট্রোর তিনটি গুরুত্বপূর্ণ রুট উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের জন্য মোট ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। এখনও পর্যন্ত বাংলায় মোদী সরকার ৭৮ হাজার কোটি টাকা খরচ করে রেল পরিষেবাকে উন্নত করার কাজ করছে। চলতি বছরে বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার”।
দেখুন সুকান্ত মজুমদারের মন্তব্য
#WATCH | North 24 Parganas, West Bengal | Union Minister Sukanta Majumdar says, "Today, the Prime Minister has gifted three rail routes to Kolkata. This is a very big gift before Puja. It is being built at a cost of approximately Rs 5,000 crores and railway work worth more than… pic.twitter.com/3vnDp9ZG2U
— ANI (@ANI) August 22, 2025
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা সুকান্ত মজুমদারের
সুকান্ত আরও বলেন, “মুখ্যমন্ত্রী হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় বাংলার জন্য যত অর্থ বরাদ্দ তিনি করেছিলেন, তার থেকে তিনগুন অর্থ বরাদ্দ এবারের বাজেটে কেন্দ্র সরকার করেছে। বাংলার রেল পরিষেবাকে উন্নত করার লক্ষ্যেই এই অর্থ বরাদ্দ করা হয়েছে”।