মঙ্গলবার লোকসভায় অনাস্থা প্রস্তাবে বিরোধীদের হয়ে বিতর্কে অংশ নেননি রাহুল গান্ধী। জানা যায়, বুধবার অমিত শাহের হাজিরায় লোকসভায় অনাস্থা বিতর্কে অংশ নেবেন রাহুল গান্ধী। যা নিয়ে বিজেপির রাজ্য সভা পতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে, তিনি কার্যত কটাক্ষ করেন কংগ্রেস সাংসদকে। সুকান্ত বলেন, অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের জন্য মঙ্গলবার তৈরি ছিলেন না রাহুল গান্ধী। মঙ্গলবার তাঁর এ বিষয়ে কোনও আত্মবিশ্বাস ছিল না। বুধবার লোকসভায় রাহুল গান্ধীর বলবেন। শিক্ষক তাঁকে শিখিয়ে পড়িয়ে দিয়েছেন। শিক্ষকের কাছ থেকে জ্ঞান নিয়ে আজ লোকসভায় হাজির হবেন রাহুল কিছু বলবেন বলে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
#WATCH | West Bengal BJP MP Sukanta Majumdar says, "Congress leader Rahul Gandhi did not have the confidence to speak in the no-confidence motion yesterday...Perhaps today he will speak what his teacher has taught him..." https://t.co/BbySdUlcSr pic.twitter.com/V8q6YyDBkJ
— ANI (@ANI) August 9, 2023
বুধবার রাহুল গান্ধী লোকসভায় বক্তব্য রাখবেন বলে শোনা গেলেও, শেষ মুহূর্তে তাঁকে কিছু বলতে শোনা যায়নি।