প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) আগে আবারও খুন গ্রাম বাংলার মাটিতে। পুরুলিয়ায় নিখোঁজ বিজেপি কর্মীর দেহ (BJP Leader Found Dead in Purulia) উদ্ধার ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। মৃত বিজেপি কর্মীর নাম বঙ্কিম হাঁসদা। পুরুলিয়ার বোরো থানার অন্তর্গত কেন্দডি গ্রামে থাকতেন তিনি। রবিবার নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন ওই বিজেপী কর্মী। তারপর থেকেই নিখোঁজ ছিলেন। সোমবার সকালে কেন্দডি থেকে ঝরিয়াডি যাওয়ার পথে বিজেপি কর্মীর (BJP Worker) থেঁতলানো দেহ দেখতে পান স্থানীয়রা। এরপর তাঁরাই খবর দেন পুলিশে।

আরও পড়ুনঃ বাসন্তীতে তৃণমূল কর্মী খুনে সিবিআই তদন্তের আর্জি পঞ্চায়েত প্রার্থী মেয়ের

দলীয় কর্মীর খুনের পিছিনে তৃণমূলকে (TMC) দোষী ঠাওর করছে বিজেপি। দলের আরও এক কর্মী কৃত্তিবাস মাহাতো পুলিশকে বলেন, 'বঙ্কিম আমার খুন ঘনিষ্ঠ ছিলেন। তাঁর খুনের পিছনে তৃণমূলের যোগ রয়েছে। দোষীদের গ্রেফতার করুণ'। তিনি আরও বলেন, '২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়ে তৃণমূলের প্রচার গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল বঙ্কিমের বিরুদ্ধে। সেই সময়ে তাঁকে গ্রেফতারও করে পুলিশ'। যদিও কৃত্তিবাসের দাবি, মিথ্যে

অভিযোগে ফাঁসানো হয়েছিল সহ কর্মী বঙ্কিমকে।

এদিকে বিজেপি কর্মী বঙ্কিম হাঁসদা খুনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল। তৃণমূলের দাবি, ব্যক্তিগত শত্রুতার জেরে এমন ঘটনা ঘটেছে। এখানে তৃণমূলের কোন হাত নেই।