কলকাতা, ৬ মে: পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) পর পাকিস্তানের (Pakistan) সঙ্গে ভারতের (India) যুদ্ধ শুরু হলে, নাগরিকরা কীভাবে রক্ষা পাবেন, তার প্রশিক্ষণ হিসেবে ৭ মে দেশ জুড়ে সিকিউরিটি ড্রিল হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে দেশ জুড়ে এই সিকিরিটি ড্রিল চালাবে প্রতিরক্ষা মন্ত্রক। দেশের ২৪৪ জায়গায় চলবে এই সিকিউরিটি ড্রিল (Security Drill)। যার মধ্যে রাজ্যের বেশ কিছু জায়গাতেও এই কার্যক্রম সম্পন্ন করা হবে।
রাজ্যের কোথায় কোথায় চলবে সিকিউরিটি ড্রিল
রিপোর্টে প্রকাশ, রাজ্যের (West Bengal) একাধিক জায়গায় ৭ মে চলবে সিকিউরিটি ড্রিল। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় চলবে এই সিকিউরিটি ড্রিল। যার মধ্যে আলিপুরদুয়ার, রায়গঞ্জ, বালুরঘাট, দিনহাটা, কালিম্পং, মাথাভাঙা, কার্শিয়ং দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, কোচবিহার, শিলিগুড়ির নাম রয়েছে। শহর কলকাতাতেও চলবে সিকিউরিটি ড্রিল। দক্ষিণবঙ্গের হুগলি, মুর্শিদাবাদ, হাওড়া, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, কোলাঘাটে এই সিকিউরিটি ড্রিল চালানো হবে বলে খবর।
পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হলে নাগরিকরা কীভাবে নিজেদের রক্ষা করবেন, এয়ার সাইরেন বাজলে কী করতে হবে, চটজলদি নিরাপদ আস্তানা তৈরি করতে গেলে কী করণীয়, সবকিছু এই মক ড্রিলে শেখানো হবে। সেই সঙ্গে আকাশ পথে হামলা হলে কীভাবে আলো নিভিয়ে সম্পূর্ণ ব্ল্যাকআউটের মধ্যে দিয়ে সময় কাটাতে হবে, তাও এই সিকিউরিটি ড্রিলে দেখানো হবে বলে খবর। সেনা বাহিনী, পুলিশ, এনসিসি এই মক ড্রিলে অংশ নেবে। সেই সঙ্গে পড়ুয়াদের যাতে বেশি করে এই সিকিউরিটি ড্রিলে সংযুক্ত করা যায়, সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।