উস্তির পৃথ্বীরাজ নস্কর খুনের ঘটনায় গ্রেফতার এক মহিলা। জানা যাচ্ছে, পরিবার ও বন্ধুবান্ধবদের জেরা করে পুলিশ জানতে পারে যে মথুরাপুরের বিজেপি সাংগঠনিক জেলার সোশ্যাল মিডিয়া কনভেনরের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক ছিল। তাঁদের মধ্যে দুজনের নাম সামনে আসে। শনিবার তাঁদের জেরা করার সময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় তিনি নিজের দোষ কবুল করেছেন। পুলিশ জানিয়েছে, নিজের সম্মান বাঁচাতেই এদিন পৃথ্বীরাজের ওপর হামলা চালিয়ছিল। তারপর রক্তাক্ত অবস্থায় তাঁকে রেখে পার্টি অফিসে গেট টপকে পালিয়ে যায় সে।
পুলিশের জেরায় তিনি জানান, প্রায় ৬ বছর ধরে বিজেপি নেতার সঙ্গে সম্পর্ক ছিল। তবে বিগত কয়েকমাস ধরে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর। এরপরেই দুজনের মধ্যে দুরত্ব সৃষ্টি হয়। ঘটনার দিন রাতে মহিলাকে পার্টি অফিসে ডাকেন পৃথ্বীরাজ। সেই সময় মদ্যপ অবস্থায় ছিল সে। ওই মহিলাকেও মদ খাওয়ানোর চেষ্টা করেন। কিন্তু তাতে রাজি হননি। এরপর জামা কাপড় খোলার চেষ্টা করেন। তাতেও বাধা দেয় সে। এরপর রাগের মাধে জোরাজুরি করতে থাকে সে। তখন টেবিলে রাখা ব্লেড দিয়ে বিজেপি নেতার যৌনাঙ্গে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে পার্টি অফিস ছেড়ে পালিয়ে যায় মহিলা।
প্রসঙ্গত, চারদিন ধরে নিখোঁজ ছিলেন উস্তির বিজেপি নেতা। ৪ অক্টোবর শেষ তাঁকে পরিবারের লোকজন দেখেন। ৭ অক্টোবর থানায় গিয়ে নিখোঁজের ডায়েরি করলে শুরু হয় তল্লাশি অভিযান। তারপরেই পার্টি অফিস থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। প্রথমে রাজনৈতিক আক্রোশের কারণে খুন হয়েছে বলে মনে হলেও পরে তদন্তে উঠে আসে সম্পর্কের টানাপোড়েনের কারণ।