দুর্গাপুজোর পর মাঝে কয়েকদিনের বিরতি। তারপরে আবারও উৎসবের আলোয় সেজে উঠেছে শহর কলকাতা। আগামী বৃহস্পতিবার কালীপুজো (Kali Puja)। তার আগে বুধবার থেকে কলকাতার বিভিন্ন প্রান্ত সেজে উঠেছে আলোর মালায়। বাদ নেই পার্ক স্ট্রিটও (Park Street)। দিন গড়িয়ে রাত আসতেই আলোয় সেজে উঠল পার্ক স্ট্রিট, হাওড়া  ব্রিজ, রাজভবন সহ শহরের অনান্য দ্রষ্টব্য এলাকায়। কার্যত আলোর ঝলকানিতে উজ্জ্বল মহানগরী তিলোত্তমা।