মমতা ব্যানার্জি(Photo Credits: IANS)

কলকাতা, ১৩ ডিসেম্বর: ‘‘বিজেপি বাংলার পাপ, দেশের অভিশাপ। অসমে ডিটেনশন ক্যাম্প করছে রাজ্য সরকার। সেখানে তাদের দলের সরকার ছিল বলে করতে পেরেছে। এখানে হতে দেব না।’’ শুক্রবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও জানিয়ে দিলেন, ‘এ রাজ্যে নো এনআরসি, নো ক্যাব!’ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সংসদের দুই কক্ষেই সরব হয়েছিলেন তৃণমূল সাংসদরা। কিন্তু বিজেপির সংখ্যাগরিষ্ঠতার কাছে পরাস্ত হন বিরোধীরা। বিল পাশ হওয়া আটকানো যায়নি। তবে মুখ্যমন্ত্রী বলেন, “আইন পাশ করলেই তো হল না। কার্যকর করবে তো রাজ্য সরকার। বাংলার সরকার ওই আইন কার্যকর করবে না, করবে না, করবে না!” এই প্রসঙ্গে পাঞ্জাব ও কেরালার পথেই হাঁটল পশ্চিমবঙ্গ।

দীঘার সাংবাদিক সম্মেলন থেকে বিজেপিকে কটাক্ষ করে ওয়াশিং মেশিন পার্টি বলেছেন মমতা ব্যানার্জি।  “আমি আগেও যা বলেছি এখনও তা বলছি, পরেও তাই বলব। বাংলার কাউকে কোথাও যেতে হবে না। কেউ কিছু করতে পারবে না।” এদিন বিজেপিকে ওয়াশিং মেশিন পার্টি বলেও কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, “বিজেপি এখন নতুন ওয়াশিং মেশিন। কালো লোকগুলো ওখানে গেলেই সাদা হয়ে যাচ্ছে। আর প্রতিবাদ করলে সাদা লোককেও কালো করে দিচ্ছে। বিজেপি ধর্মের নামে দেশ ভাগ করতে চাইছে। এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। আমি চাই জনজাগরণ হোক। সবাই রাস্তায় নামুন।” আরও পড়ুন-Anti CAB Protests: দেশের মুসলিমদের নিশানা করছে কেন্দ্র, সংখ্যালঘুদের এনআরসি-নাগরিকত্ব আইন বিরোধী মিছিলে অবরুদ্ধ কলকাতা

তৃণমূলের বক্তব্য, গণতন্ত্রে শুধু সংখ্যার তাকত দিয়ে বুলডোজ করা যায় না। তাতে শুভবুদ্ধিও লোপ পায় না। যেটা ভুল, যেটা দেশের জন্য ক্ষতিকর, সেটাই ভুলই থাকবে। বিভাজনের রাজনীতি ভারতের বহুত্ববাদী সংস্কৃতি ও ভারতীয়ত্বের ভবিষ্যতের জন্য বিষতুল্য। সুতরাং তৃণমূলের সমস্ত শক্তি দিয়ে এই অন্যায় রুখে দেওয়ার চেষ্টা অব্যহত থাকবে। গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করবে দল। তৃণমূল নেত্রীর সাফ কথা তিনি জেলে যেতে রাজি, কিন্তু ক্যাব, এনআরসি মেনে দেশকে ভাঙতে দেবেন না। এদিন তিনি বলেন, মাথা ঠাণ্ডা করে গণতান্ত্রিক পদ্ধতিতে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। নিপীরিত, বঞ্চিতদের হয়ে এগিয়ে যেতে হবে। মানুষে মানুষে কোনও ভেদাভেদ নেই মনে রাখুন। এরপরই মমতা সোমবার মিছিলের ডাক দেন।