কলকাতা বিমানবন্দর (Wikimedia Commons)

কলকাতা, ৩০ জুলাই: দিল্লি, মুম্বই, পুনে, চেন্নাই, নাগপুর, আমেদাবাদ শহর থেকে কলকাতায় (Kolkata) উড়ান আসার উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ল। আগামী ১৫ অগাস্ট পর্যন্ত কলকাতায় এই ছয় শহরের বিমান নামতে পারবে না। পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) বিমান পরিবহন মন্ত্রকের (Ministry of Civil Aviation) সচিবকে একটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আগে এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত ছিল।

দেশের এই ৬টি শহরে প্রচুর পরিমাণে করোনাভাইরাস কেসের সংখ্যা রয়েছে, বিশেষ করে মুম্বইয়ে। সেই কথা মাথায় রেখে সংক্রমণ যাতে ছড়াতে পারে তাই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আরও পড়ুনCoronavirus Lockdown In Bengal: অগাস্ট মাসে লকডাউনের দিনগুলিতে বন্ধ থাকবে বিমান চলাচল, জানাল কলকাতা বিমানবন্দর

এদিকে অগাস্ট মাসে রাজ্যে যে যে দিনগুলিতে লকডাউন (Coronavirus Lockdown) জারি থাকবে সেই দিনগুলিতে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বন্ধ থাকবে সব যাত্রীবাহি বিমান চলাচল। অগাস্টের ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ ও ৩১ তারিখ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাই ওই দিনগুলিতে কলকাতা বিমানবন্দরে বন্ধ থাকবে বিমান চলাচল। আজ এই সিদ্ধন্তের কথা জানিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। লকডাউনের দিনগুলিতে বিমান চলাচল বন্ধ থাকায় নতুন সময়সূচির জন্য যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির সঙ্গে করতে বলেতে তারা।