১৬ মে, ২০১৯: বিজেপি (BJP)কর্মী সমর্থকদের কীর্তির উপর প্রলেপ দিলেন মোদি। উত্তর প্রদেশের প্রচার সভা থেকে বিদ্যাসাগরের (Bidyasagar)নতুন পঞ্চধাতুর মূর্তি গড়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বৃহস্পতিবার উত্তর প্রদেশের মৌ–তে নির্বাচনী প্রচারে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেই আক্রমণের নিশানা করে নরেন্দ্র মোদি দাবি করেছেন, ‘পশ্চিম মেদিনীপুর (West Midnapur)এবং ঠাকুরনগরে(Thakurnagar) আমার জনসভায় তৃণমূলের গুন্ডারা তাণ্ডব চালিয়েছিল। তারাই কলকাতায় অমিত শাহ্–এর রোড শো–এ গন্ডগোল পাকিয়েছে এবং বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে।’ এরপরই মোদি ঘোষণা করেন , ‘আমরা বিদ্যাসাগরের চিন্তাধারার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আর তাই ওই জায়গাতেই তাঁর বিশাল পঞ্চধাতুর মূর্তি গড়ে দেব।’
শুধু মমতাই নন, এদিন মোদির আক্রমণের নিশানায় ছিলেন মায়াবতীও। তিনি দাবি করেছেন সেদিন তৃণমূলের কর্মী সমর্থকরাই বিদ্যাসাগর কলেজে হামলা চালিয়েছিল। বিজেপি কিছু করেনি।