বারাসত, ৬ মার্চ: বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বারাসতে (Barasat) জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বারাসতে হাজির হয়ে মোদী বলেন, রাজনীতিবিদরা তাঁকে কটূ কথা বলছেন বলেই তিনি গোটা দেশের মানুষকে নিজের পরিবার বলে জানিয়েছেন। এমন কথা তাঁকে নিয়ে অনেকেই ভাবছেন। তবে আদতে বিষয়টি তেমন নয়। মোদী বলেন, তিনি অনেক ছোট বয়সে ঘর ছাড়েন। ঘর ছেড়ে রাস্তা রাস্তায় তিনি ঘুরে বেড়াতেন, তপস্বীর মত জীবন কাটাতেন। জীবনের ওই অধ্যায়ে এমন দিনও এসেছে যখন তাঁর কাছে কোনও অর্থ ছিল না। ওই সময় রাস্তার ফুটপাথে তিনি থাকতেন। তখন তাঁর পাশে এসে দাঁড়ান গরীবরাই। খালি পেটে ঘুমোলে ফুটপাথের সেই মানুষগুলিই তাঁর পেট ভারনোর দায়িত্ব নিতেন। ওই সময়ই গরীব মানুষগুলিই তাঁক দেখভাল করতেন বলে জানান নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: Narendra Modi: 'কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে মোদীকে...', প্রধানমন্ত্রীকে হুমকি, FIR
শুনুন কী বললেন প্রধানমন্ত্রী...
#WATCH | West Bengal: At the women's rally in Barasat, North 24 Parganas district, PM Modi says "Some people must be thinking that a politician abused me and that is why I am calling everyone as my family but I want to tell everyone that I left my house at an early age. I used to… pic.twitter.com/wLPF6Kuez9
— ANI (@ANI) March 6, 2024
প্রধানমন্ত্রী আরও বলেন, তখন থেকেই তিনি দেশের মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক অনুভব করতেন। ,তাঁর জীবন দেশের মানুষের প্রতি নিবেদিত। মোদীর শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ এ দেশের মানুষের সেবায় নিয়োজিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, মোদী যখন কোনও সমস্যায় পড়েন, তখন এ দেশের মা, বোন, কন্যারা তাঁর নিরাপত্তা বলয় হয়ে দাঁড়ান। তাঁকে রক্ষা করেন বলেও বারাসত থেকে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।