রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা। তাঁর সঙ্গে রাজনৈতিক বৈরিতা অনেকের থাকলেও মানুষ হিসেবে তিনি যে খাঁটি ছিলেন সেটা সকলেই মানতেন। তিনি একজন আদ্যোপান্ত বামপন্থী নেতা ছিলেন। ডানপন্থী অর্থাৎ বিজেপির সঙ্গে রাজনৈতিক মতবিরোধ দীর্ঘদিন ধরেই ছিল। তবুও তাঁর মৃত্যুতে আজ শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার এক্স হ্যাণ্ডেলে টুইটে তিনি লিখেছেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে আমি শোকাহত। উনি এমন একজন নেতা ছিলেন, যিনি রাজ্যের সেবা করার জন্য অঙ্গীকারবদ্ধ ছিলেন। তাঁর পরিবার ও অনুরাগীর প্রতি সমবেদনা রইল।
প্রসঙ্গত, বুদ্ধদেবের দীর্ঘ রাজনৈতিক জীবনে এবং বাম জমানায় তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তখন কখনই বিজেপির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক তৈরি করেননি। এই রাজ্যে বামেদের ক্ষমতাকালে কখনই মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারেনি গেরুয়া শিবির। এমনকী তিনি একসময়ে বলেওছিলেন, বিজেপি যদি এই রাজ্যে মাথা তুলতে আসে। তাহলে সেই মাথা ভেঙে দেব। কিন্তু ১১ সালে বাম সরকারের পতনের ঠিক তিনবছর পর অর্থাৎ ১৪ সালের লোকসভা নির্বাচনের পর দেশের শাসক দল তো হয়েইছে, এমনকী রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উত্থান হয়েছে বিজেপির।
PM Narendra Modi tweets, "Saddened by the passing of Buddhadeb Bhattacharjee, former CM of West Bengal. He was a political stalwart who served the state with commitment. My heartfelt condolences to his family and supporters..." pic.twitter.com/33jA2uIm1z
— ANI (@ANI) August 8, 2024
১১তে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই অঘোষিতভাবে রাজনৈতিক ময়দান থেকে সন্ন্যাস নিয়েছিলেন বুদ্ধদেব। প্রথমদিকে ব্রিগেডে বামেদের সভায় তাঁকে দেখা গেলেও ধীরে ধীরে বার্ধক্যজনিত কারণে ঘরবন্দি অবস্থাকেই শ্রেয় হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। এরপর থেকে মাঝেমধ্যেই তাঁর অসুস্থতার খবর সামনে আসছিল। বৃহস্পতিবার সকাল ৮.২০ নাগাদ পাম অ্যাভিনিউয়ের বাড়িতে জীবনাবসান হয় বর্ষীয়ান বাম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের।