২০০৭ সালের ১০ নভেম্বর, নন্দীগ্রামের ঐতিহাসিক ‘অপারেশন সানশাইন’ বা ‘রক্তাক্ত সূর্যোদয়’-এর দিন। প্রতি বছর শহিদ স্মরণে দিনটি পালন করে থাকে শাসকদল তৃণমূল। অন্যদিকে, শাসক শিবির ত্যাগের পর নন্দীগ্রামে আজকের দিনটি বিজেপিও, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে উদযাপন করে। ২০০৭ সালে বাম জমানার বিরুদ্ধে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিক ছিলেন শুভেন্দুবাবু। তাই তিনিও নিজের এলাকায় ফি বছর এই দিন স্মরণ অনুষ্ঠান করেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি।সোমবার নন্দীগ্রাম দিবস স্মরণে মিছিল করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পর ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিয়ো যুক্ত করে বার্তা দিলেন তিনি।
শুভেন্দুবাবু লিখেছেন, “নন্দীগ্রাম আন্দোলনের 'রক্তস্নাত সূর্যোদয়'-এর ১৮তম বার্ষিকীতে, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহীদদের স্মরণে, আমি শহীদ স্মৃতিস্তম্ভে আন্তরিক শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেছি।”
On the 18th anniversary of 'Blood-bathed Sunrise' ("রক্তাক্ত সূর্যোদয়") of the Nandigram Movement, to commemorate the Martyrs of Bhumi Uchhed Pratirodh Committee, I paid heartfelt respects & floral tributes at the Martyrs' Memorial.
Blood soaked Martyrdom; lest we forget… pic.twitter.com/6HolsnaBcx
— Suvendu Adhikari (@SuvenduWB) November 10, 2025
নন্দীগ্রাম দিবসে সিপিএম জমানার সেই ‘লাল সন্ত্রাস’কে মনে করিয়ে বিজেপির প্রতি কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ তথা ।
On this fateful day in 2007, the brave people of Nandigram rose up against the barbaric attempt by the then Left Front government to snatch away their land, dignity and right to live with honour.
The face of the oppressor has only changed, the oppression remains the same. The…
— Abhishek Banerjee (@abhishekaitc) November 10, 2025
নন্দীগ্রামের শহিদদের প্রতি সম্মান জানিয়ে অভিষেকের বার্তা, ‘বাংলার মানুষ সিপিএমকে শিক্ষা দিয়েছিল। আগামীতে বিজেপিরও দর্পচূর্ণ এভাবেই হবে। বিজেপির ঔদ্ধত্যের জবাব মানুষ দেবে ব্যালট বক্সে। আবারও বুঝিয়ে দেবে, বাংলার মানুষ বরাবর লড়াই করে।’
এসআইআর আবহে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, ‘এসব করে বাংলার মানুষের মাথা নত করা যাবে না। তোমাদের ঔদ্ধত্য, জমিদারি মানসিকতার জবাব মিলবে ব্যালট বক্সে।’