মুকুল রায় (Photo Credits: IANS)

কলকাতা, ১৬ অগস্ট: মুকুল রায় বিজেপিতে থাকবেন কী থাকবেন? নাকি থাকবেন না? তা নিয়ে জল্পনা এখনও কাটেনি। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান মুকুল রায় (Mukul Roy) এখনও বিজেপিতেই আছেন। উনি বলেছেন, বিজেপিতেই থাকবেন, দাবি দিলীপ ঘোষের। তাঁর নেতৃত্ব নিয়ে ক্ষোভের প্রসঙ্গে দলের বিক্ষুব্ধদের নিশানা করে বলেছেন, ‘দিলীপ ঘোষ ফ্রন্টফুটে খেলে, কাউকে পরোয়া করে না। পারলে তৃণমূলের বিরুদ্ধে লড়ে দেখান।’

এদিকে আজ হুগলির তারকেশ্বরে তৃণমূলে যোগদান করেন শতাধিক বিজেপি কর্মী।গোষ্ঠীকোন্দলের জেরে দলত্যাগ বলে দাবি করেন তারা। দলে গুরুত্ব কমায় শাসকদলে যোগদান, কটাক্ষ করে বিজেপির। লোকসভা ভোটের আগে অনুগামীদের নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন লাল্টু বাগ। আরও পড়ুন, প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

বিজেপির দলত্যাগী নেতার অভিযোগ, কয়েকমাস পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তাঁর ওপর হামলা হয়। এমনকি কারাবাসও করতে হয় বলে অভিযোগ। বিপদের সময় পাশে দাঁড়ানোর ফের তৃণমূলে ফেরার সিদ্ধান্ত বলে দাবি দলত্যাগী বিজেপি নেতার। ভুল বুঝতে পেরে ফের দলে ফিরছে তারা, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বিজেপির দাবি, দুর্নীতিগ্রস্ত ওই নেতার দলে গুরুত্ব কমানো হয়েছিল। তাই শাসকদলে যোগদান।