MS Dhoni: কলকাতা বিমানবন্দরে বদলে গেল মহেন্দ্র সিং ধোনির লাগেজ ব্যাগ!
মহেন্দ্র সিং ধোনি (Photo Credits: Facebook)

কলকাতা, ১০ নভেম্বর: বিমানবন্দরে (Airport) লাগেজ ব্যাগ বদলে যাওয়ার অভিযোগ নতুন নয়। তবে এতদিন তা তেমন নজরে আসেনি। আসেনি হাইলাইটেও। তবে সোমবার যা ঘটল তাতে লাগেজ ব্যাগ (Luggage Bag) বদল হওয়ার ঘটনা চাওর হতে দেরি হল না মোটে। কারণ এদিন খোদ মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) লাগেজ ব্যাগ বদলে গেল কলকাতা বিমানবন্দরে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ভুলবশত ধোনির ব্যাগ নিয়ে চলে যান অন্য এক যাত্রী। ধোনির টিমের তরফে অভিযোগের পর প্রায় ৪০ মিনিট পরে খোঁজ মেলে মাহির ব্যাগের।

সেদিন রাতে দিল্লি (Delhi) থেকে বিমানে কলকাতা (Kolkata) আসেন মহেন্দ্র সিং ধোনি। জানা গিয়েছে, বিজ্ঞাপনের কাজে কলকাতা আসেন তিনি। এখান থেকেই সোজা উড়ে জাবেন রাঁচির (Ranchi) উদ্দেশ্যে। কিন্তু তার আগেই নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে কোনওভাবে বদলে যায় ধোনির ব্যাগ। ভুলবশত তা নিয়ে চলে যান অন্য এক যাত্রী। খবর পেয়েই খোঁজাখুঁজি শুরু হয়। পরে জানা যায়, তিনিও কলকাতারই বাসিন্দা। প্রায় ৪০ মিনিট পর ওই ব্যক্তির খোঁজ মেলে। ক্যাপ্টেন কুল অবশ্য ততক্ষণে হোটেলের পথে। পরে হোটেলেই পাঠিয়ে দেওয়া হয় তাঁর মালপত্র। আরও পড়ুন: Kolkata: শহরে কাশ্মীরি চিকিৎসককে ব্ল্যাকমেল, পোশাক খুলিয়ে তোলা হল ছবি; ১০ লক্ষ টাকা না দিলে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশের হুমকি নকল রোগিণীর

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) শহরে এসে গতকাল সোমবার এমনই অভিজ্ঞতা হল প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়কের। টাইমস নাও-য়ের খবর অনুযায়ী, যদিও এই বিষয়ে দায় নিতে চায়নি এয়ারলাইন কর্তৃপক্ষ। তাঁদের দাবি যাত্রীদের ভুলেই ব্যাগ বদলে গিয়েছিল।