নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল যাত্রীবাহী বাস। শনিবার এমনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল শিলিগুড়ি-সিকিম রুটের রংপো এলাকায়। জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা এখনও সরকারীভাবে জানায়নি স্থানীয় প্রশাসন। অন্যদিকে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এদের মধ্যে অনেকেই পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসন। এখনও জারি রয়েছে উদ্ধারকাজ। যদিও দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা এখনও পরিস্কার নয়।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি শিলিগুড়ি থেকে গ্যাংটকের (Gangtok ) উদ্দেশ্যে যাচ্ছিল। অটল সেতু হয়ে রংপোর আন্ধেরি পাহাড়ের কাছে একটি বাক নিতে গিয়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। আর বাসটি গড়িয়ে পড়ে তিস্তার পাড়ে। তখনই স্থানীয় থানায় খবর দেওয়া হয়। সেই সঙ্গে বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগায়।
VIDEO | Several injured as bus meets with an accident near Atal Setu bridge in Pakyong district, Sikkim. More details awaited.#Sikkim
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/NTEZpe80vN
— Press Trust of India (@PTI_News) November 30, 2024