কাঁথি, ২১ মার্চ: পূর্ব মেদিনীপুরের এগরায় (Egra) জনসভা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক তিনি। পাশাপাশি তোলাবাজি, কাটমানি ও অনুপ্রবেশ নিয়ে রাজ্য় সরকারকে নিশানা করেন। অমিতের সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাবা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারী। ওই সভাতেই তিনি বিজেপিতে যোগ দেন। শিশিরবাবু বলেন, "বাংলাকে নৃশংসতা থেকে বাঁচান, আমরা আপনার সঙ্গে, আমাদের পরিবার আপনার সঙ্গে আছে। জয় সিয়া রাম, জয় ভারত।"
অমিত শাহের বক্তব্য:
- বামেদের পর তৃণমূল কোন কথা রাখেনি। দিদি বলেছিলেন পরিবর্তন হবে, কিন্তু হয়নি। অনুপ্রবেশকারীরা অবাধে প্রবেশ করছে।
- দিদি 'মা, মাটি, মানুষ' স্লোগান দিলেও কিছু বদলেছে কি? তিনি কি অনুপ্রবেশকারীদের থেকে মুক্তি দিতে পেরেছেন?
- আমরা পাঁচ বছরে বাংলাকে অনুপ্রবেশমুক্ত করব।
- এই ভূমি মাতঙ্গিনি হাজরার ভূমি। যিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। এই ভূমি সুশীল ধারার মতো স্বাধীনতা সংগ্রামের ভূমি। এই ভূমি সতীশ সামন্তের ভূমি।
- বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজো হবে কি হবে না? বাংলায় দুর্গাপুজো হওয়ার জন্য অনুমতি নিতে হয়।
- সরস্বতী পুজোর জন্য শিক্ষকদের মারা হয়।
- স্বাধীনতা সংগ্রামীদের মাটি মেদিনীপুর।
- মোদির নেতৃত্বে বাংলায় বিজেপি সরকার গঠিত হবে। ৫ বছরেই অনুপ্রবেশকারী মুক্ত করে দেব।
- কাটমানি ছাড়া কোনও কাজ হয় না বাংলায়। বাংলায় তোলাবাজির সরকার চলছে।
- বিজেপি সরকার এলে তোলাবাজি বন্ধ হবে।
- আমাদের ১৩০ জন ক্যাডারকে হত্যা করা হয়েছিল। টিএমসির গুন্ডাদের মনে করা উচিত নয় যে তাদের রেহাই দেওয়া হবে। ২ মে পশ্চিমবঙ্গে আমাদের সরকার ক্ষমতায় এলে আমরা ব্যবস্থা নেব।
- এখানে সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের সুবিধা মেলেনি। এখানে সরকার গঠিত হলে সপ্তম পে কমিশনের সুবিধা মিলবে।
- মোদিজি সোনার বাংলা গড়তে চান। এখানে সরকার গঠিত হলে ৫ বছরে সোনার বাংলা হবে। ডবল ইঞ্জিন সরকার পরিবর্তন আনবে। রাজ্যে কোনও পরিবর্তন হয়নি।
- মমতা ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান। মোদিজি সোনার বাংলা বানাতে চান। বিজেপিকে ভোট দিয়ে পরিবর্তন আনুন।