দেশে জরুরি অবস্থা বা এমার্জেন্সির ৫০ বছর পূর্তি নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে ফের সুর চড়িয়েছে বিজেপি। এই বিশেষ দিনকে সংবিধান হত্যা দিবস বলে প্রচার করছে গেরুয়া শিবির। তবে শুধু কংগ্রেস নয়, এই দিন নিয়ে ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকেও আক্রমণ শানিয়েছে তাঁরা। সেই কারণে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে ছাড়ছে না বঙ্গ বিজেপির নেতৃত্ব। তিনিও যে জরুরি অবস্থার সমর্থক ছিলেন এবং রাজ্যে যে তিনিও জরুরি অবস্থা জারি করতে চাইছে, এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
জরুরি অবস্থা নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য
সুকান্ত এদিন বলেন, জরুরি অবস্থা নিয়ে কেন মুখ্যমন্ত্রী বলবেন? কারণ সেই সময় জয়প্রকাশ নারায়ণ যখন কলতাকাতায় এসেছিলেন, তখন তো উনিই তাঁর গাড়ির বোনেটে উঠে প্রতিবাদ করেছিলেন। আর সেই ছবি এখনও সামাজিক মাধ্যমে রয়েছে। ফলে তিনি তো বলতে পারবেন না যে তিনি এর বিরোধী ছিলেন। আসলে সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি অবস্থার সমর্থক ছিলেন এবং দিনে দিনে তিনি এই রাজ্যে সেই সময়কালটা ফিরিয়ে আনতে চাইছেন।
দেখুন সুকান্ত মজুমদারের মন্তব্য
#WATCH | Balurghat, South Dinajpur: On the completion of 50 years of the Emergency, Union Minister and West Bengal BJP President Sukanta Majumdar, says, "How can CM Mamata Banerjee observe the day of the Emergency? When Jayaprakash Narayan came to Kolkata, Mamata Banerjee (as a… pic.twitter.com/VGa2j1lJcq
— ANI (@ANI) June 25, 2025
বিজেপির দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল তৃণমূল
যদি এই বিতর্কিত ছবি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে একাধিকবার সাফাই দেওয়া হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী এই নিয়ে মৌন থাকলেও অতীতে একাধিকবার কুণাল ঘোষের মতো নেতাদের দাবি ছিল, ১৯৭৫ সালের যে ছবিটি নিয়ে এত বিতর্ক, সেটি নিয়ে মিথ্যাচার করছে বিরোধীরা। কারণ গাড়িটি নাকি জয়প্রকাশ নারায়ণের ছিলই না। মমতা বন্দ্যোপাধ্যায় খালি গলায় বক্তৃতা দেওয়ার জন্য গাড়ির বোনেটে উঠেছিলেন।