জলপাইগুড়ি, ৩ ফেব্রুয়ারি: বুধবার আলিপুরদুয়ারের (Alipurduar) প্য়ারেড গ্রাউন্ডে জনসভা করেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে রাজীব বন্দোপাধ্যাকে (Rajib Banerjee) কড়া আক্রমণ করেন তিনি। দল বদল করা নেতাদের উদ্দেশ্যে বলেন, 'বিজেপি লোভে আর ভোগে ভরে গিয়েছে। যারা লোভী, ভোগী তাঁদের জন্য রাস্তা খোলা, চলে যান।'
পাশাপাশি একরাশ প্রশংসা করেন বুথকর্মীদের। তিনি বলেন,'বুথকর্মীরাই তৃণমূলের নেতা। তাঁরাই সব করেন। নেতারা থাকার জন্য আছে। কর্মীরাই আসল। তাঁরাই কাজ করেন।' কেন্দ্রের প্রকল্পগুলি নিয়ে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। 'আমরা স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি। নার্সিহোম, হাসপাতালে ৫ লক্ষ টাকা মিলবে। বিনা পয়সায় স্বাস্থ্যসাথী, রেশন, কন্যাশ্রী, রূপশ্রী সব পেতে হলে তৃণমূলকে ভোট দেবেন। কেন্দ্র সব মিথ্যে বলে। একটাও চা বাগান খোলেনি। ১৫ লক্ষ টাকা দেব বলেছিল। কেউ পায়নি। রেল, কোল, লাইভ ইন্সিওরেন্স সব প্রাইভেট লিমিটেট করে দিচ্ছে, সব বেচে দিচ্ছে।' প্রতিশ্রুতি দেন, আলিপুরদুয়ার, ফালাকাটায় শিল্প হাব করার। আরও পড়ুন, সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ মে থেকে ১১ জুন, বিশদে জানতে ক্লিক করুন cbse.nic.in-ওয়েবসাইটে
বিজেপিতে সদ্য যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘বন সহায়ক পদ নিয়ে কারসাজি করা হয়েছে। রাজ্য সরকার তদন্ত করছে। চুরি করে বিজেপিতে চলে গেছে।’
‘বিজেপিকে বিদায় দিন, এরা দেশ বেচে দেবে। দাঙ্গাবাজ, লুঠেরাবাজ বিজেপির জায়গা নেই', বলে কটাক্ষ করেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আক্রমণ জানিয়ে বলেন, আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলি। কিন্তু গুজরাট কখনও বাংলাকে শাসন করতে পারবে না। তৃণমূল উন্নয়ন চায় বিজেপি বিসর্জন।