কলকাতা: কলকাতা হাইকের্টের ডিভিশন বেঞ্চ শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মামলাটি শুনতে রাজি না হওয়ায় দুপুর আড়াইটে নাগাদ সিবিআইয়ের সমন পৌঁছে যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের কাছে।
তারপরই তৃণমূলের নবজোয়ার কর্মসূচী বন্ধ করার জন্য বিজেপি (BJP) সিবিআইকে (CBI) দিয়ে সমন পাঠিয়েছে বলে অভিযোগ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আর এবার সরাসরি এই বিষয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)।
BJP is after everyone in my family, but we are not afraid of them: Mamata Banerjee, after Abhishek receives CBI summons
— Press Trust of India (@PTI_News) May 19, 2023
সাংবাদিকদের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপি আমার পরিবারের (my family) সবার পিছনে পড়েছে। কিন্তু, আমরা তাঁদের নিয়ে চিন্তিত নই। যতক্ষণ পর্যন্ত বিজেপি কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। সেই দিন আর বেশি দূরে নেই যেদিন বিজেপি সমস্ত রাজ্যে পরাজিত (defeated) হবে।"
Till BJP is ousted from centre, our fight against its tyranny will continue: Mamata Banerjee
— Press Trust of India (@PTI_News) May 19, 2023
That day is not far, when BJP is defeated in all states: Mamata Banerjee
— Press Trust of India (@PTI_News) May 19, 2023