Mamata Banerjee In Meeting (Photo Credit: Facebook)

কলকাতা, ৭ এপ্রিল:  নেতাজি ইন্ডোরে সোমবার চাকরিহারা শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। সেখান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, চাকরিহারাদের (Teachers) সঙ্গে আমাদের সরকার সরকার আছে। চিন্তা করবেন না বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।

এরপরই সিপিএম, বিজেপির বিরুদ্ধে ফুঁসে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে চাকরি কাড়বেন না। এই মামলাও লড়ব রয়্যাল বেঙ্গল টাইগারের মত করে। কারও চাকরি কাড়তে দেব না। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বললেন মমতা।

আরও পড়ুন: Mamata Banerjee Meets SSC Teachers: 'চাকরি কাড়তে দেব না, যাঁরা যোগ্য তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের', প্রতিজ্ঞা মুখ্যমন্ত্রীর

শুনুন কী বললেন মুখ্যমন্ত্রী...

মুখ্যমন্ত্রী আরও বলেন, নিশ্চন্তে থাকুন, ভরসা রাখুন। আগে আমাকে যোগ্যদের তালিকা তৈরি করতে দিন। পরে যাঁরা অযোগ্য, তাঁদেরটা দেখা হবে। যদি সত্যিই অযোগ্য হন, তাহলে কিছু করার থাকবে না। তবে যাঁদের অযোগ্য বলা হচ্ছে, তাঁদের সব নথি খতিয়ে দেখা হবে। যোগ্য, অযোগ্যদের মাঝে গন্ডগোল লাগাবেন না। নিশ্চিন্তভাবে বাচ্চাদের শিক্ষা দিন, শিক্ষিত করুন। অযোগ্যদের সঙ্গেও কথা বলা হবে। প্রথমে আমাদের তদন্ত করতে দিন।

মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর থেকে আরও বলেন, পথ হারিয়ে গেলে নতুন পথ খুঁজে পাওয়া যায়। আইনের ধারায় কাজ করব। আইন মোতাবেক কাজ করব। চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম। শিক্ষক, শিক্ষিকারা যেমনভাবে কাজ করছিলেন, তেমনভাবেই কাজ করুন। তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। যোগ্যদের চাকরি কাড়ব না। কোনও না কোনও ব্যবস্থা করব। আগে আদালতে যাব। আদালতের কথা শুনব।  কেউ যাতে চাকরি না হারান, সেই ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষকরা নিজেদের কাজ করুন। আপনাদেরতো সরকার থেকে কোনও চিঠি দেওয়া হয়নি। তাই কাজ করুন বলে শিক্ষকদের স্কুলে যাওয়ায় উদ্ভুদ্ধ করেন মুখ্যমন্ত্রী।