একদিকে যখন বিজেপি (BJP) শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল নেতৃত্ব। তখন পাল্টা রোহিঙ্গা ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে সরব বিজেপি। বুধবার এই দুই ইস্যুতে সরগরম ছিল রাজ্য রাজনীতি। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে বিহারের মতো বাংলাতেও নিবিড় ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া শুরু করতে মরিয়া সমীক-শুভেন্দুরা। সেই কারণে জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল।

মমতাকে আক্রমণ অগ্নিমিত্রার

এই প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন, “রোহিঙ্গা হলে আটক তো অবশ্যই করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত উদ্বিগ্ন হয়ে পড়ছেন কেন? ২০২৬-এর নির্বাচনের পর উনি ডিটেনশন ক্যাম্পে তো যাবেন না, ওনার জায়গা হবে জেলে। রোহিঙ্গাদের এই রাজ্যে জায়গা দেওয়ার জন্য, তাঁর নেতামন্ত্রীরা এত দুর্নীতি করেছেন, এসবের জন্য তো তাঁকেও জেলে যেতে হবে। তাঁর দলের নেতাকর্মীরা বাংলাদেশের নাগরিক। এর প্রমাণ আগেও মিলেছে”।

দেখুন অগ্নিমিত্রা পালের মন্তব্য

পরিযায়ী শ্রমিক নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার

প্রসঙ্গত, এদিন বাঙালি পরিযায়ী শ্রমিকদের ভিনরাজ্যে গিয়ে লাঞ্ছনা, বঞ্চনা শিকার হতে হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের আটক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে, এমনটাও দাবি করছেন তৃণমূল নেতৃত্ব। আর এই নিয়েই শুরু কেন্দ্র সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।