২৮মে,২০১৯: শেষ দফা ভোটের আগে কলকাতায় মিছিলের নাম করে তাণ্ডব চালিয়েছিল বিজেপির কর্মী সমর্থকরা। অমিত শাহের মিছিলের বিরোধিতা করায় বিদ্যাসাগর কলেজে (Bidyasagar College)ঢুকে ভাঙচুর চালিয়েছিল তারা। বিদ্যাসাগরের মূর্তিতেও ভাঙচুর করা হয়। সেই ঘটনার তদন্তে কমিটি গঠন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটির নেতৃত্বে রয়েছেন নতুন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কারা, কীভাবে মূর্তি ভাঙল, সেটা তদন্ত করে রিপোর্ট দেবে কমিটি।
কমিটিতে রয়েছেন কলকাতার পুলিস কমিশনার, অতিরিক্ত পুলিস কমিশনার জাভেদ শামিম, ইনস্পেক্টর কৌশিক দাস ও বিদ্যাসাগরের কলেজের অধ্যক্ষ। কমিটির চেয়ারম্যান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
এখনও পর্যন্ত এই ঘটনায় ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।