Mamata Banerjee (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১৩ অক্টোবর:  দুর্গা পুজোর (Durga Puja) সময় মহাত্মা গান্ধীর আদলে অসুর তৈরি করা হয়। মহাত্মা গান্ধীর মুখের আদলে যে অসুর তৈরি করা হয়, তাঁদের কী শাস্তি দেওয়া উচিত? তবে সাধারণ মানুষই মহাত্মা গান্ধীর অপমানের জবাব দিয়েছেন। ওই ঘটনায় তিনিও অসন্তুষ্ট হয়েছেন কিন্তু বলতে পারেননি। বিজেপির বিরুদ্ধে ফুঁসে উঠে এমনই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে বিজেপি (BJP) ক্ষমতায় রয়েছে বলেই কেন্দ্রীয় গোয়ন্দা সংস্থাদের দিয়ে কাজ করাচ্ছে। এরপর যখন বিজেপি ক্ষমতায় থাকবে না, তখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা আপনাদের বাড়িতে ঢুকে কান ধরে বের করে নিয়ে আসবে। এমন দিন খুব শিগগিরই আসছে বলেও মন্তব্য করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

সবকিছু মিলিয়ে দুর্গা পুজোর পরপরই ফের বিজেপি এবং কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।