কলকাতা, ৬ সেপ্টেম্বর: আসছে পুজো, তবে স্বস্তি নেই। গরমে কাহিল কলকাতা শহর। এর মধ্যে আশার কথা শোনালো আবহাওয়া দপ্তর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। আর তার জেরেই তৈরি ভিজতে (West Bengal Monsoon) পারে দক্ষিণের জেলাগুলি। আরও পড়ুন-Cyrus Mistry Last Rites: সাইরাস মিস্ত্রির শেষকৃত্যে এলেন এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে, দেখুন ছবি
আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। সেটি নিম্নচাপে পরিণত হলে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি শুরু হবে শুক্রবার থেকে।কয়েকদিন আগে নিম্নচাপে স্বস্তি পেয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলি। কিন্তু তারপরে আবারও তীব্র দাবদাহে অস্থির কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা। গত দুদিনে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও স্বস্তি হয়নি তাতে।
আজ যেমন শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে মঙ্গলবার। হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি । শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি। উত্তরের জেলাতেও বৃষ্টির সম্ভাবনা আছে তবে সেখানে বৃষ্টির পরিমাণ আগামী কয়েকদিন একটি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।