রাত পোহালেই মহাদশমী। মায়ের (Durga Puja 2025) বিদায়বেলায় আবেগঘন মুহূর্তে সামিল শহরবাসী। তবে তার আগের রাতেই উৎসবের আনন্দে সামিল হচ্ছেন অনেকে। রাত যত বাড়ছে নবমীর রাতে ভিড় বাড়ছে শহরের বিভিন্ন প্রান্তে। উত্তর থেকে দক্ষিণে প্রতিটি হেভিওয়েট পুজোমণ্ডপের সামনে জমায়েত করছেন দর্শনার্থীরা। নবমীর সকাল থেকেই রাস্তায় বেরিয়ে পড়েছিলেন বহু মানুষ। তবে বেলা যত গড়াচ্ছে, তত সেই ভিড়ের সংখ্যা বেড়েছে।

সুরুচি সংঘের পুজোয় সৌরভ গাঙ্গুলি

দুর্গাপুজোর এই চারটে দিন উৎসবে মেতে থাকে গোটা শহর। আর সেই মেজাজে মজেছেন সেলেব্রিটি, রাজনৈতিক নেতা মন্ত্রীরা। নবমীর সন্ধ্যায় দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পুজোতে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস। মণ্ডপের মধ্যে ঢাক বাজালেন তিনজনের। আর সেই ভিডিয়ো ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

দেখুন ভিডিয়ো

পুজো দিচ্ছেন শুভেন্দু

অন্যদিকে, মেদিনীপুরে নিজের এলাকার পুজো মণ্ডপে নবমীর সন্ধ্যায় আরতি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে ঘনিষ্ঠজন, শুভাধ্যুনায়ীদের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক। এদিকে কলকাতার কেন্দুয়া শান্তি সংঘের পুজো মণ্ডপে ধুনুচি নাচের ভিডিয়ো ভাইরাল হল সোশাল মিডিয়ায়।