5 EVM were found with BJP tags in Bankura's Raghunathpur (Photo Credits: X)

Lok Sabha Elections 2024:  ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের ৮ আসন মিলিয়ে দেশের ৫৮টি আসনে চলছে ভোটগ্রহণ। বাংলার আট আসন হল- বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কাঁথি, তমলুক, মেদিনীপুর, ঘটাল। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে। কোথাও তৃণমূল-বিজেপির কর্মীদের মধ্যে বচসা, কোথাও আবার প্রার্থীকে ঘিরে বিরোধীদের বিক্ষোভ। এবার সরাসরি ভোটে কারচুপি করার অভিযোগ উঠল। শনিবার বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে সরব হল তৃণমূল (TMC)। ষষ্ঠ দফার ভোট চলাকালীন বাঁকুড়ার রঘুনাথপুরে একটি ভোটকেন্দ্রে ইভিএম-এর গায়ে দেখা গেল বিজেপির (BJP) ট্যাগ ঝুলছে। ওই ভোটকেন্দ্র থেকে বিজেপির ট্যাগ সহ মোট ৫টি ইভিএম উদ্ধার হয়েছে বলে অভিযোগ তুলেছে শাসক দল।

আরও পড়ুনঃ  দেশের ৫৮ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ, দিল্লিতে ভোট দিয়ে বুথে দাঁড়িয়ে নিজস্বী তুললেন রাহুল-সনিয়া, দেখুন

ভোটে কারচুপির অভিযোগ... 

তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে বিজেপির ট্যাগ লাগানো ওই ইভিএম-এর (EVM) ছবি শেয়ার করে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বিজেপির বিরুদ্ধে ইভিএম বিকৃত করে ভোটে কারচুপির অভিযোগ তুলে আসছেন। বাঁকুড়ার রঘুনাথপুরে আজ তা হাতেনাতে ধরা পড়েছে। নির্বাচন কমিশনের কাছে বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখার এবং সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।