১৩০ তম সংবিধান সংশোধনী বিল (130th Amendment Bill) বা এসআইআর, কেন্দ্রের প্রতিটি পদক্ষেপের বিরোধীতায় সামনের সারিতে রয়েছে তৃণমূল নেতৃত্ব। রাজ্যের শাসক দলের অভিযোগ, ভিনরাজ্যে বাঙালি নির্যাতন হচ্ছে। আর সেই নিয়ে প্রতিবাদ করায় সংবিধান সংশোধনী বিল এনে দলের নেতানেত্রীদের ভয় দেখাতে চাইছে কেন্দ্র। এমনকী এসআইআরের নামে ভুয়ো ভোটার এনে ভোটচুরি করার চেষ্টা করছে বিজেপি। এমনই অভিযোগ তুলে বিজেপিকে ক্রমাগত আক্রমণ শানিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।
অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূল নেতৃত্বের সমালোচনা লকেটের
যদিও এই অভিযোগ গত শুক্রবারই বিজেপির সভামঞ্চ থেকে উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে এবার বঙ্গ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেন, ভিনরাজ্যে কোনও বাঙালি হেনস্থা হচ্ছেন না। রাজ্যবাসীকে ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী। আসলে রোহিঙ্গা, অনুপ্রবেশকারী বাংলাদেশিদের লুকিয়ে রাখতে চাইছেন তিনি। কারণ তাঁরাই তৃণমূলের ভোটব্যাঙ্ক। তৃণমূলের ভাষা আন্দোলন নিয়ে আমজনতা একেবারেই চিন্তিত নয়।
দেখুন লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য
#WATCH | Kolkata, West Bengal | BJP leader Locket Chatterjee says, "The anarchy, corruption, and the false claims being made about the Bengali language in West Bengal-Prime Minister Modi has given a strong response to all of this... Everyone knows that Mamata Banerjee wants to… pic.twitter.com/TpzendYt6o
— ANI (@ANI) August 23, 2025
সংবিধান সংশোধনী বিল নিয়ে লকেটের মন্তব্য
লকেট আরও বলেন, “যাঁরা বাংলার বাইরে আছেন তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন। কেউ তাঁদের হেনস্থা করছে না। এসব তৃণমূল জনগণকে বিভ্রান্ত করার জন্য করছে। এদিকে আবার সংবিধান সংশোধনী বিল পাশ হলে চাপে পড়বেন মুখ্যমন্ত্রী। বিল আইনে পরিণত হলে শাসক-বিরোধী সকলের জন্যই একই আইন লাগু হবে। ফলে এসব থেকে বাঁচতেই কেন্দ্র সরকারকে নিয়ে জনগণকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে”।