আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর পোস্ট করা ইস্যুতে কমপক্ষে ১০০ জনকে তলব করেছে কলকাতা পুলিশ। এমনকী একাধিক রাজনৈতিক নেতাকে সমন পাঠিয়েছে পুলিশ। সেই তালিকায় বিজেপি নেত্রী র (Locket Chatterjee) নামও রয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, "আমি এখনও পর্যন্ত কোনও সমন পাইনি। কলকাতা পুলিশের আর কাজই বা কী আছে? গোটা দেশ যখন নিহত চিকিৎসকের জন্য ন্যায়বিচার চাইছে, তখন তাঁদের উচিত ছিল সিবিআইকে তদন্তে সাহায্য করা, কিন্তু তাঁরা করছে না। মেরুদণ্ডহীন পুলিশ প্রশাসন। ওঁরা শুধু সোশ্যাল মিডিয়া পোস্টই দেখছে। কতজনকে সমন পাঠাবে? লালবাজারে কোটি কোটি মানুষ রাখার মতো জায়গা রয়েছে"?

লকেট আরও বলেন, "আমরা দেখেছি কলকাতা পুলিশে তথ্য প্রমাণকে নষ্ট করার চেষ্টা করেছে। নিহত চিকিৎসকে পরিবারকে মিথ্যা খবর দিয়েছে। এই ধরণের পুলিশ প্রশাসনের থেকে আর কি বা আশা করা যায়। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। খোর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি করেছেন। আমরা কেউ কলকাতা পুলিশকে ভয় পাই না। ওঁরা যেখানে ডাকবে আমি যাবো"। প্রসঙ্গত, আরজি কর ইস্যু নিয়ে লকেট চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রথম থেকেই সরব হয়েছিলেন। সেই কারণেই রাজ্যের প্রধান বিরোধী দলের নেতানেত্রীদের কোনঠাসা করতে পুলিশ আইনি পদক্ষেপ নিচ্ছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।