শ্রম কোড বাতিলের প্রতিবাদে দেশজুড়ে ভারত বনধের (Bharat Bandh) ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। বুধবার দেশের বিভিন্ন প্রান্তেই ২৪ ঘন্টার জন্য বনধের মিশ্র প্রভাব দেখা দিচ্ছে। বাংলাতেও একই অবস্থা। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, মালদা, পুরুলিয়া, শিলিগুড়ি বর্ধমান, উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জেলাতেই বনধের প্রভাব কমবেশি দেখা দিচ্ছে। যদিও এদিন বেলা গড়াতেই শিলিগুড়ির পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়। অবরোধকারীদের তুলতে গিয়ে বচসায় জড়ায় পুলিশ। এরপর পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথর। পাল্টা লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশও। ঘটনার পর থমথমে এলাকা।
অবরোধ হটাতে গেলে পুলিশের সঙ্গে বাধে বচসা
জানা যাচ্ছে, বারারোট এলাকায় পুলিশ ও ধর্মঘট সমর্থনকারীদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। যার জেরে ঘটনাস্থলে নামানো হয়েছে ব়্যাফ। ভাঙচুর করা হয়েছে মালবাহী গাড়ি, টোটো সহ একাধিক যানবাহনে। এমনকী রেলগেট পেরিয়ে লাইনে দাঁড়িয়ে ট্রেন অবরোধ করার চেষ্টা করে প্রতিবাদীরা। যদিও পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করে হটিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকা এখনও থমথমে।
দেখুন ভিডিয়ো
#WATCH | West Bengal: Local people pelt stones on Police and security personnel deployed in Siliguri's Bagracote area following a clash between two groups here. The security personnel are trying to bring the situation under control. pic.twitter.com/RlmiRZJ6VX
— ANI (@ANI) July 9, 2025
কলকাতাতেও পড়েছে বনধের প্রভাব
শিলিগুড়ির পাশাপাশি কলকাতাতেও বামেদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। কলেজ স্ট্রিট এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করতে গেলে তাতে বাধা দেয় পুলিশ। আর সেই নিয়ে এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।