
আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা (Tripura) উপনির্বাচনেও খাতা খুলতে পারল না তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা উপনির্বাচনের ফল বের হতেই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কংগ্রেস। 'প্রথমে রাজনীতি শিখুন, তারপর স্বপ্ন দেখবেন' বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কংগ্রেস।
এদিকে কংগ্রেসের (Congress) পাশাপাশি বিজেপির (BJP) তরফেও ত্রিপুরা নিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করা হয়। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেন, 'বাংলায় ভোট লুট, ত্রিপুরায় হেরে ভূত'। ত্রিপুরা নিয়ে বিরোধীরা কটাক্ষ করলেও, তৃণমূল কংগ্রেসের মুখপাকত্র কুণাল ঘোষ পালটা জবাব দেন।
আরও পড়ুন: Alia Bhatt Pregnant: অন্তঃসত্ত্বা আলিয়া, শুভেচ্ছার বন্যা তারকাদের, গাল গ্যাডটও জানালেন ভালবাসা
কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে (TMC) থামাতে বিজেপি, কংগ্রেস এবং বামেরা একযোগে হাত মিলিয়েছে। তবে ফল যাই হোক না কেন, তা নিয়ে তৃণমূল কংগ্রেস মাথা ঘামায় না। ত্রিপুরার মানুষের পাশে থেকে ভবিষ্যতে সে রাজ্যের তৃণমূল কংগ্রেস ভাল ফল করবে বলে অভিষেক বন্দ্য়োপাধ্যায় প্রত্যয়ী। এমনই মন্তব্য করেন কুণাল ঘোষ।