Cyclone Fengal Update (Photo Credits: ANI)

চেন্নাই, ৩০ নভেম্বর: আশঙ্কাই সত্যি হচ্ছে। প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল। আবহাওয়া দফতর জানাল আজ, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে 'ফেঙ্গাল' (Cyclone Fenagl)। তামিলনাড়ুর কারাইকাসল ও পুদুচেরির খুব কাছের মহাবলিপুরমের মধ্যে ল্যান্ডফল করবে 'ফেঙ্গাল'। ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড় নিয়ে তামিলনাড়ু ও পুদুচেরিতে সতর্কতা জারি হয়েছে। ক দিন আগে যেমন ঘূর্ণিঝড় দানা-কে কেন্দ্র করে বাংলা এবং ওডিশার উপকূলবর্তী অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছিল।

ফেঙ্গালের ক্ষয়ক্ষতি রুখতে ও সাবধানতা হিসেবে চেন্নাইয়ের বিমানবন্দর বন্ধ করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। এক পরিযায়ী শ্রমিক এটিএমে টাকা তুলতে যাওয়ার সময় জমা জলে তড়িতাহত হয়ে মারা যান।

ফেঙ্গালের প্রভাবে ভারী বৃষ্টির জন্য চেন্নাই, তিরুভাল্লুর, ছেনগালরপাট্টু সহ মোট সাতটি জেলা ও পুদুচেরিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘুর্ণিঝড় ফেঙ্গালের প্রভাবে কলকাতা সহ রাজ্যের মোট ১১টি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাব শনিবার সকাল থেকেই কলকাতায় আকাশের মুখ ভার ছিল। সঙ্গে তাপমাত্রা বাড়ে। দুপুর থেকে কলকাতার বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি শুরু হয়।

দেখুন খবরটি

আবহাওয়া দফতর সূত্রে খবর রবিবার কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া,এবং নদিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।