কলকাতা, ২৫ জুলাই: বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar ) উত্তরবঙ্গকে (North Bengal) উত্তর-পূর্ব ভারতের অন্তর্গত করার প্রস্তাব মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড়। তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর বিষয়টি নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, উত্তরবঙ্গকে পৃথক প্রসঙ্গে সুকান্ত মজুমদার যে মন্তব্য করেন, তা মানুষকে উত্তেজিত করার প্রচেষ্টা। উত্তর বা দক্ষিণ কোনও বঙ্গের মানুষের বন্ধুই সুকান্ত মজুমদার নন বলে কটাক্ষ করেন কুণাল। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে বিজেপির এই অবস্থার জন্য শুভেন্দু অধিকারী দায়ি বলে প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানাতে সুকান্ত মজুমদার সেখানে যান বলে তাঁদের কাছে খবর রয়েছে। বিজেপির আভ্যন্তরীণ বিষয় নিয়েও মন্তব্য করতে শোনা যায় কুণাল ঘোষকে।
শুনুন কী বললেন তৃণমূল কংগ্রেস নেতা...
#WATCH | Kolkata: On Union Minister Sukanta Majumdar meeting PM Narendra Modi, TMC leader Kunal Ghosh says, "... Sukanta Majumdar is trying to provoke the people by talking about separation of North Bengal. He is not friends with anyone, neither with North Bengal nor with South… pic.twitter.com/4Zv1M7qUhB
— ANI (@ANI) July 25, 2024
সম্প্রতি একটি ভিডিয়োতে সুকান্ত মজুমদারকে বলতে শোনা যায়, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি প্রস্তাব দিয়েছেন। যেখানে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের মধ্যে কত মিল রয়েছে, সে বিষয়ের উল্লেখ করেন। প্রধানমন্ত্রী সময় মত সুকান্ত মজুমদারের সেই প্রস্তাব খতিয়ে দেখবেন বলে মন্তব্য করতে শোনা যায় বিজেপি নেতাকে।
সুকান্ত আরও বলেন, উত্তরবঙ্গকে যদি উত্তর-পূর্ব ভারতের অন্তর্গত করা যায়, তাহলে অনেক সুবিধা মিলবে। কেন্দ্রীয় সরকারের উন্নয়ন যেভাবে উত্তর-পূর্ব ভারতে হচ্ছে, সেই তালিকা থেকে উত্তরবঙ্গ বাদ পড়বে না বলে মন্তব্য করেন সুকান্ত। এতে রাজ্য সরকারের কোনও আপত্তি থাকতে পারে বলে মনে হয় না বলেও মন্তব্য করতে শোনা যায় বিজেপির রাজ্য সভাপতিকে। বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য নিয়ে শুরু হয়ে যায় জোর রাজনৈতিক তরজা।