LOK SABHA ELECTIONS 2019:কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের গতবারের ফলাফল, প্রার্থী তালিকা এক নজরে
আলিপুরদুয়ার কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। (File Photo)

কৃষ্ণনগর:‌ বরাবরই বামেদের এলাকা কৃষ্ণনগর(Krishnanagar)। মাঝে দু–একবার বিজেপি (BJP) থাবা বসালেও তৃণমূল (TMC)সরকার আসার আগে পর্যন্ত সিপিএমের দখলেই ছিল কৃষ্ণনগর।

বিধানসভা কেন্দ্র:তেহট্ট, পলাশিপাড়া,কালিগঞ্জ,নাকাশিপাড়া,চাপড়া,কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ

তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা তাপস পালের(Tapas Pal) সেলিব্রিটি ইমেজকে কাজে লাগিয়েই ২০০৯ সালে এই লোকসভা কেন্দ্রটি দখলে নেয় তৃণমূল। সেবছর সিপিএমের তারকা প্রার্থী অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদারকে হারিয়েছিলেন তাপস পাল। কিন্তু সারদা মামলায় তাপস পাল গ্রেপ্তার হওয়ার পর এই কেন্দ্রে আর তাকে টিকিট দেয়নি তৃণমূল। তবে পুরনো ট্র্যাডিশন বজায় রেখেই এবারও হেভিওয়েট প্রার্থী দিয়েছে শাসক দল।

২০১৪ সালের লোকসভা ভোটের ফলাফল

তাপস পাল(‌তৃণমূল কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ৪,৩৮,৭৮৯

ডাঃ শান্তনু ঝাঁ(‌সিপিএম)‌—প্রাপ্ত ভোট ৩,৬৭,৫৩৪

সত্যব্রত মুখার্জি(‌বিজেপি)‌—প্রাপ্ত ভোট ৩,২৯,৮৭৩

রাজিয়া আহমেদ(‌কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ৭৪,৭৮৯

২০১৯ সালের লোকসভা ভোটের প্রার্থী

মহুয়া মৈত্র(‌তৃণমূল কংগ্রেস)‌(Mohua Maitra)

কল্যাণ চৌবে(‌বিজেপি)‌(BJP)

উদ্ধব রায়(‌বিএসপি)‌(BSP)

মন্তব্য়: তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মহুয়া মৈত্রের মোকাবিলায় বিজেপির কল্যাণ চৌবে কতটা শক্তিশালী হবে জানা নেই। তবে কৃষ্ণনগরের রাজনৈতিক ইতিহাস বলছে দাপুটে বাম আমলেও দু একবার সিঁদ কেটেছে বিজেপি।