প্রতীকী ছবি (Photo Credits: PTI)

কলকাতা, ২৭ নভেম্বর: বরফের স্ল্যাবে গৃহবধূর মৃতদেহ (Housewife) উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কলকাতায়। মৃতের নাম ফরজা নাজ (২৪)। তাঁর তিন সন্তান রয়েছে। এদিকে এই রহস্যজনক মৃ্ত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে তদন্ত। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে। ফরজা নাজকে যে খুন করা হয়েছে, তাতে সন্দেহ নেই। তবে কে কারা তাকে খুন করল তানিয়ে দ্বন্দ্ব রয়েছে। প্রথমেই গৃহবধূর স্বামীর দিকে অভিযোগ যাবে এটাই স্বাভাবিক। তবে ঘটনার সময় তিনি কলকাতায় ছিলেন না। এর সপক্ষে যথেষ্ট প্রমাণও রয়েছে। মৃতার বাবা-মা গয়ায় থাকেন। মেয়ের মৃত্যুর খবর পেয়েই কলকাতায় (Kolkata) চলে এসেছেন। তাঁদের অভিযোগ, বিষ মেশানো দুধ খাইয়ে মেয়েকে খুন করা হয়েছে। আরও পড়ুন-Mamata Banerjee On Maharashtra Politics: রাতারাতি সরকার গঠন শুনিনি, ফডনবিশ পদত্যাগ করতেই মহারাষ্ট্রের রাজনৈতিক পালাবদলে মুখর মমতা

ইতিমধ্যেই, থানায় গিয়ে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেছেন হতভাগ্য বাবা-মা। গোটা ঘটনায় জামাইয়ের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন ওই দম্পতি। কেননা জামাই কখনও গয়ায় শ্বশুরবাড়িতে যায় না। এদিকে সম্প্রতি সেখানেই বেড়াতে যায় জামাই। স্ত্রী ও সন্তানদের কলকাতায় রেখে জামাই কেন শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করতে গয়ায় গেল, তানিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ফরজার বাবা-মা। এমনকী, স্ত্রীর শেষকৃত্যেও নিজের দায়িত্ব পালন করেনি স্বামী। দুই পক্ষের তরফে বিভ্রান্তি মূলক বার্তা পাওয়ার পর দেহের ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে আসে। তাতে দেখা যায়, হৃদরোগের সমস্যায় ভুগছিলেন ওই গৃহবধূ। হার্ট অ্যাটাকেই তাঁর মৃত্যু হয়েছে।