Kolkata Rain (Photo Credit: X)

কলকাতা, ১৬ সেপ্টেম্বর: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (West Bengal) উপর নিম্নচাপের (Depression) জোরদার প্রভাব। যার জেরে দক্ষিণবঙ্গে (South Bengal) যেমন এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়ছে, তেমনি কলকাতার (Kolkata Weather) একাধিক জায়গাতেও শুরু হয়েছে মুষলধারে বর্ষণ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের জেরে আকাশের মুখ ভার। ফলে সোমবারও সারাদিন ভিজতে পারে শহর কলকাতা (Kolkata Weather Forecast)। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপটি ছিল, সেটির অভিমুখ ঝাড়খণ্ড। ফলে নিম্মচাপটি ক্রমশ বঙ্গ থেকে ঝাড়খণ্ডের (Jharkhand) দিকে সরতে শুরু করেছে। একটানা বৃষ্টির (Rain) জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেমন তাপমাত্রা নিম্নগামী, তেমনি কলকাতা শহরে গরমের প্রভাবও কমতে শুরু করেছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর আবর্তিত নিম্মচাপ বাংলা থেকে সরে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের উপর অবস্থান করবে। ফলে ওই দুই রাজ্যে বর্ষণের মাত্রা ক্রমশ বাড়বে বলেই মনে করছে হাওয়া অফিস।

আরও পড়ুন: West Bengal Weather Forecast:সোম সকালেও আকাশের মুখভার, কেমন থাকবে আজকের আবহাওয়া? বিশ্বকর্মা পুজোতেও ভাসবে বঙ্গ?

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, নিম্নচাপের জেরে সোমবার প্রায় সারাদিনই কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হাওড়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাও আজ ভিজবে নিম্নচাপের বৃষ্টিতে।