থানার মধ্যেই হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হল সাব ইনস্পেক্টরের। রবিবার সাতসকালে হৃদরোগ প্রাণ কাড়ল বছর ৪২-এর অনিমেষ বালা নাকে ওই পুলিশকর্মীর। শনিবার নাইট ডিউটি করে রবিবার ভোররাতের দিকে খেতে বসেছিলেন অনিমেষ। খেতে খেতে হঠাৎই টেবিলের উপর মুখ থুবড়ে পড়েন। থানায় থাকা বাকি পুলিশ কর্মীরা তড়িঘড়ি অনিমেষকে নিয়ে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) যান। কিন্তু লাভ হল না। চিকিৎসকেরা সাব ইনস্পেক্টরকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে তপসিয়া থানায়। পুলিশ সূত্রে খবর, রবিবার ভোররাতের দিকে নাইট ডিউটি শেষ করে রাতের খাবার খেতে বসেছিলেন অনিমেষ। আচমকাই টেবিলে জ্ঞান হারান তিনি। ভোরের দিকে থানার বেশি পুলিশ ছিল না। যারা ছিলেন তাঁরা অনিমেষকে নিয়ে এসএসকেএম হাসপাতালে ছোটেন। তবে চিকিৎসকেরা দেখা মাত্রই তাঁকে মৃত বলে জানিয়ে দেন।
পুলিশকর্মীর দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্যে। রিপোর্টে উল্লেখ, হৃদরোগ আক্রান্ত (Cardiac Arrest) হয়ে মৃত্যু হয়েছে অনিমেষ বালা নাকে ওই সাব ইনস্পেক্টরের। তপসিয়া থানায় পোস্টিংয়ের আগে অনিমেষ পোস্তা এবং জোড়াবাগান থানার দায়িত্বে ছিলেন।