কলকাতা, ১৩ অক্টোবর: আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণকাণ্ডে সুবিচার সহ আরও বেশ কয়েকটি দাবিতে বাংলার জুনিয়র ডাক্তারদের অনশন কর্মসূচিকে সমর্থন জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ( Indian Medical Association)। সংবাদমাধ্যমে প্রকাশ, কলকাতায় জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনের পাশে থাকার বার্তা দিতে ,আগামী মঙ্গলবার ১২ ঘণ্টার অনশন করবেন দেশের সব মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত অনশন করবেন তাঁরা। পাশাপাশি সোমবার রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতেও প্রতীকী অনশনেও বসা হবে। যে যার কর্মস্থলে অনশন করবে ডাক্তারদের একাংশ।
এরই মধ্যে আগামিকাল, সোমবার থেকে দু'দিনের রাজ্যের ৩০ টির বেশি বেসরকারি হাসপাতালের ডাক্তারদের পেনডাউন বা কর্মবিরতি শুরু হচ্ছে। তবে বেসরকারি হাসপাতালে জরুরি পরিষেবা চালু থাকবে।
এদিকে, কলকাতায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন ক্রমশ বড় আকার নিচ্ছে। এখনও পর্যন্ত অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েছেন ৩ জন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি অন্যান্যদের অবস্থাও উদ্বেগজনক। অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের অনশনে সরাসরি সমর্থন জানাল বিজেপি।