দুর্গাপুজো (Durga Puja 2025) আসতে হাতে একমাসও সময় নেই। শহরের গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপগুলিতে জোরকদমে চলছে প্যাণ্ডেল বাধার কাজ। সেপ্টেম্বরে মহালয়া থেকে একের পর এক পুজো উদ্বোধন হতে শুরু হবে। একদিকে যখন পুজো নিয়ে ব্যস্ততা চরমে, তখন অন্যদিকে পুজোর আবহে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই নিয়ে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। শনিবার পুলিশ আধিকারিকদের সঙ্গে এই নিয়ে বৈঠকও করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। এই বৈঠকে মূলত পুজোর সময় কীভাবে নিরাপত্তা আরও বাড়ানো যায়, সেই নিয়েই আলোচনা হয়।
পুজোর আগে পুলিশ কর্তাদের বৈঠক
সিপি বলেন, “দুর্গাপুজোর আগে ও পুজো আবহে নিরাপত্তা আরও কীভাবে বাড়ানো উচিত, সেই নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। অপরাধ দমনের ক্ষেত্রে আর কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত সেই নিয়েও কথা হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আরও কড়া নজরদারি চলবে। পুজোর দিন রাতে অপরাধ দমন শাখা যাতে আরও সক্রিয় থাকে সেটাও দেখা হচ্ছে। এছাড়া ভিনরাজ্যের অপরাধীরা যাতে এখানে উত্তেজনা না ছড়ায়, সেদিকেও নজর রাখা হবে”।
দেখুন মনোজ ভার্মার মন্তব্য
#WATCH | Kolkata, West Bengal: Kolkata Police Commissioner Manoj Kumar Verma says, "In view of Durga Puja, an in-depth discussion was held on what steps should be taken to prevent crime, and instructions were given. Our effort will be to further strengthen anti-crime measures.… pic.twitter.com/O1Oyl3Qswl
— ANI (@ANI) August 23, 2025
পুজোর আবহে কলকাতা পুলিশের নিরাপত্ত
প্রসঙ্গত, পুজোর আবহে বরাবরই নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে দেওয়া হয় গোটা শহরকে। বাড়তি পুলিশ নামানো হয় কলকাতার রাস্তায়। এছাড়া ট্রাফিক পুলিশ মোতায়েন থাকে সর্বত্র। এবারেও সেই নিরাপত্তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছে কলকাতা পুলিশ।