কলকাতা, ৩ জুলাই: বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections 2021) বিজেপি (BJP)-কে জেতাতে ফিল্মি ডায়লগকেই অস্ত্র করেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। কিন্তু ভোটে বিজেপি-র হারের পরই মিঠুনকে সেই ফিল্মি ডায়লগ অস্ত্রই সমস্যায় ফেলছে। ভোটের প্রচারে মিঠুন হল কাঁপানো সংলাপই বিপদ ডেকে আনে। মিঠুনের বিরুদ্ধে প্ররোচনামূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। মানিকতলা থানায় এফআইআর (FIR) দায়ের হয়। এই কাণ্ডে একবার ভার্চুয়ালি জেরায় জবাব দেওয়ার, ভোট প্রচারে উস্কানিমূলক সংলাপ বলার অভিযোগে টলিউডের মহাগুরুকে ফের তলব করল মানিকতলা থানা। আরও পড়ুন: Aamir Khan-Kiran Rao Announce Divorce: সম্পর্কের ইতি, ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ আমির-কিরণের
আজ, শনিবার আবার মিঠুনকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করতে চায় মানিকতলা থানার পুলিশ (Maniktala Thanna)। যদিও, পূর্বনির্ধারিত কাজ থাকায় মিঠুন চক্রবর্তী আজকের জেরায় নাও থাকতে পারেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
গত ১৬ জুন, মিঠুনের জন্মদিনে ভোটের প্রচারে বিতর্কিত মন্তব্য মামলায় মিঠুনকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিল মানিকতলা থানার পুলিশ। মিঠুনকে মোট এক ডজন প্রশ্ন করেছিলেন তদন্তকারীরা। ২০২১ বিধানসভা নির্বাচনের বিজেপিতে যোগদানের সময় এই বিতর্কিত কথা বলেছিলেন মিঠুন চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগদানের মঞ্চ থেকেই মিঠুন বলেছিলেন, "আমি জলঢোরাও নই বেলেবোরাও নই জাত গোখরো, এক ছোবলে ছবি।" ভোটের সময় রাজ্য রাজনীতির পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল, মিঠুনের সেই বক্তব্য উস্কানিমূল ছিল বলেই অভিযোগ তৃণমূলের।