কলকাতা মেট্রো (Photo Credits: IANS)

কলকাতা, ২৬ নভেম্বর: দীর্ঘ ৬ বছর পর বাড়তে চলেছে কলকাতা মেট্রোর ভাড়া (Kolkata Metro Fare)। আগামী মাসের ৫ তারিখ থেকেই কার্যকর হবে নতুন ভাড়া। নতুন ভাড়ার ক্ষেত্রে টাকার অঙ্ক ৫, ১০, ১৫, ২০, ২৫ অর্থাৎ একই থাকছে। কিন্তু দূরত্ব (Distance) হিসেবে টাকার অনুপাত বাড়ছে। এখন যেমন সর্বনিম্ন ৫ কিলোমিটারের জন্য ৫ টাকা দিতে হয়, নতুন নিয়মে ২ কিলোমিটারের জন্যই দিতে হবে ৫ টাকা। পূর্ণাঙ্গ ভাড়া তালিকা খুব শীঘ্রই প্রকাশিত হবে।

আয়ের থেকে ব্যয় দ্বিগুণের বেশি। তাই একপ্রকার বাধ্য হয়েই প্রায় ৬ বছর পর কলকাতা মেট্রোর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক (Rail Ministry)। বিগত কয়েক বছর ধরেই ভাড়া বাড়ানোর কথা ভাবছিল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোয় আনুমানিক ১০০ টাকা রোজগার করতে গিয়ে খরচ করতে হচ্ছে ২৬৮ টাকা। আয়ের থেকে খরচের অনুপাত অনেকটাই বেশি। সেক্ষেত্রে ক্ষতি সামলাতে জন্য বিকল্প পথে আয়ের ভাবনাও রয়েছে কলকাতা মেট্রোর। আরও পড়ুন: Onions Stolen: দেশজুড়ে হাহাকার, দিনদুপুরে চুরি হচ্ছে হাজার হাজার টাকার পেঁয়াজ

ভাড়া বাড়ার কথা শুনে নতুন চাপের মুখে পড়েছে কলকাতাবাসী। এই সময়ের খবর অনুযায়ী,  সপ্তাহের কাজের দিনগুলিতে প্রায় ৭ লক্ষ মানুষ কলকাতা মেট্রো চড়েন। সেক্ষেত্রে আয়ের চেয়ে দ্বিগুণ ব্যয় ব্যপক চাপে ফেলেছে মেট্রো কর্তৃপক্ষকে। পরিষেবা সামাল দিতে বিপুল ক্ষতির (Problem) মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ কর্তৃপক্ষের।